প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১০:৫৭ এ.এম
নেত্রকোনায় বিপুল পরিমাণ গাঁজা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪

নেত্রকোনার দুর্গাপুরে দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেক পোষ্ট স্থাপনের মাধ্যমে সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এছাড়াও তাদের কাজ থেকে দুটি করে অ্যান্ড্রয়েড ফোন ও বাটন মোবাইল ফোন নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা। আটককৃতরা হলেন: মাদারীপুরের সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মো.মাতুব্বার (৪২) ও চর লক্ষিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারি (৬৯) ও একই জেলার রাজৈর থানাধীন মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)। রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য নিশ্চিত করেন মিডিয়া অফিসার। র্যাব জানায় : গত শনিবার রাত ৯টার দিকে র্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেক পোষ্ট স্থাপন করে। এসময় একটি মেরুন রংয়ের প্রাইভেট থেকে চার কেজি গাঁজাসহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে তিনজনকে আটক করা হয়। র্যাব আরো জানায় : আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের পূর্বক আসামিদের হস্তান্তর করা হয়েছে র্যাবের পক্ষ থেকে জাননো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com