মাগুরার শালিখায় ধনেশ্বরগাতি ইউনিয়নের খিলগাতী ও সানিআড়পাড়া গ্রামের বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে দূই গ্রুপের মধ্যে যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। সরজমিনে জানা যায় গত ৫ এপ্রিল সিংড়া বাজারে বিএনপির সদস্য ফরম বিতরণ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা সানি আড়পাড়া গ্রামের সাবুর আলি ও তার লোকজন কালিবাড়ি বাজারে পৌঁছালে আক্রমণের শিকার হন। আক্রমণে নেতৃত্ব দেন খিলগাতী গ্রামের প্রদীপ বিশ্বাস ও তার ছেলে রিত্বিক বিশ্বাসসহ ৫/৬ জন। সেখান থেকে জীবন বাঁচিয়ে কৌশলে সরে পড়েন সাবুর আলী। আজ রবিবার সকালে আবার একই গ্রামের আয়নাল ও জাফরের নেতৃত্বে তার বাহিনী ঢাল, সড়কি নিয়ে তাদের বাড়িতে আক্রমণ করেন বলে তিনি অভিযোগ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন ছানি আড়পাড়া গ্রামের আওয়ামীলীগের স্হানীয় নেতা আয়নাল, জাফর এবং পার্শ্ববর্তীঝিনাইদাহ জেলার দিঘীরপাড় গ্রামের আওয়ামী লীগ নেতা আলিমুদ্দিন,নাযেব আলী বিশ্বাস মিলে আমাদের গ্রামের বিএনপির লোকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে বড় ধরনের ক্ষতি করার চেস্টা করছে। তবে প্রদীপ বিশ্বাস দাবী করেন তার লোকজনকে কমিটি গঠন করার সময় জানানো হয়নি বলে আমি এর প্রতিবাদ করেছি। এবিষয়ে শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com