সকল মুসলমান রাষ্ট্র একত্রিত হয়ে ইজরায়েলের বিরুদ্ধে কঠোর হুংকার ও হুশিয়ার দেওয়া উচিত মুসলিম রাষ্ট্র গাজার মুসলিম এবং ফিলিস্তানি মসজিদুল আকসা যেখানে আমাদের আমাদের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সকল নবীগন নামাজ আাদায় করেছন। এই ইসরাইলের হাত থেকে আমাদের মুসলমান ভাইদের আমার ছোট ছোট সোনামণিদের নিজের জীবন দিয়ে যেভাবে রক্তক্ষরণ করেছে আল্লাহতালা ছাড়দেন কিন্তু ছেড়ে দেন না, আর শেষ বিন্দু রক্তবিন্দু এই খুনি ইসরাইলের হাত থেকে আমাদের গাজার মুসলমান ও ফিলিস্তিনি ভাইদের রক্ষা না করে আমরা কেউ ঘরে ফিরবো না। এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। আজকে যদি আমার আমার ভাই, আমার বোন, আমার( মা, বাবা) তাদের উপর এরকম আক্রমণ করতে যদি কোন দেশ তাহলে আমরা কি ঘরে বসে থাকতে পারতাম। এটা হল আমাদের মুসলমানদের ঈমানী দায়িত্ব। আর আমাদের আর মুসলমানদের যাকে প্রথম কেবলা বলা হয় সেই মসজিদুল আকসাকে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত রক্ষা করব।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com