আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে ১৯ বছরের আল-আমিনের। আল- আমিন শরণখোলা উপজেলার ১ ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামের মোঃ কুদ্দুস আলীর ছেলে। আল-আমিনের বড় বোন লিজা আক্তার জানান আম গাছের সাথে আল-আমিনকে গলায় দড়ি বাধা অবস্থায় ঝুলতে দেখেন। এরপর চিৎকার করলে সবাই দৌড়ে এসে আল-আমিনকে গাছ থেকে নামিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন কে মৃত ঘোষণা করেন। শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল আজিজ জানান আল- আমিনের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান শরণখোলা থানার ওসি মোঃ শহীদুল্লাহ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com