প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৯:৫৫ এ.এম
তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিককে মারধরের অভিযোগ
![]()
মুন্সীগঞ্জ সদর থানা, মোল্লা কান্দি ইউনিয়ন, মহেশপুর গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিক কে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুন্দরবন কুরিয়া সার্ভিস ব্যবসায়ী মাসুদ রানা (৩৭) গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন, মাসুদ রানা জানায়, মহেশপুর এলাকার কাশেম সরদার( ৬০) দিলু সরদার (৪০)সিরাজ সরদার(৩৮)রানা (১৮) পূর্ব বিরোধেদের জের ধরে আমার উপর হামলা করেন, আমাকে এলোপাথারী ভাবে মারধর করিয়া লাঠি ওলোহা রড দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে যখন জখম করে।তখন আমি ডাক চিৎকার করায় আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে । পরবর্তীতে পরিবারদের সহযোগিতায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com