ময়মনসিংহের গৌরীপুর পৌর বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমান আদালতে ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। ভ্রাম্যমান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। ভ্রাম্যমান আদালতে ১ জনকে ৫ হাজার টাকা, ১ জনকে ২ হাজার টাকা, ২ জনকে ৫শ টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, গৌরীপুর পৌরসভার বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com