লালমনিরহাটের হাতীবান্ধায় জু’য়া খেলার দায়ে ৪ জনকে গ্রে’ফ’তা’র করেছে পুলিশ। মঙ্গলবার তাদের ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই এলাকায় পেলকার কুড়া বুড়ির মেলার মাঠ থেকে গ্রে’ফ’তা’র করেন। গ্রেফতারকৃতরা হলেন ০১। মোঃ মাহমুদুল হাসান অপূর্ব (১৯), পিতা-মোঃ মিন্টু মিয়া, সাং-খোদ্দ বিছনদই, ০৫ নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, ০২। মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত রফিয়েল, দালালপাড়া, থানা-চীলমারি, জেলা- কুড়িগ্রাম, ০৩। মোঃ আবু সুফিয়ান (৩৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং-মোঘলহাট, খানাটাড়ী, থানা-লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট, ০৪। মোঃ খোরশেদ আলম (৪০), পিতা- মৃত ইসাহাক আলী, সাং-সারপুকুর সর্দারপাড়া, থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট। বুধবার সকালে তাদের জেল-হাজতে প্রেরণ করে হাতীবান্ধা থানা পুলিশ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com