প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১০:০৯ এ.এম
কটিয়াদীতে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা শামীম নামের এক যুবক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের উত্তর অষ্টঘড়িয়ার মোহাম্মদ আলীর ছেলে শামীম মিয়া (২৮) তার মা-বাবার স্বপ্ন পূরণের জন্য গত ২০২০ সালের দিকে করোনাভাইরাস সময়টাতে দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান। মা-বাবা, চার বোন ও শামীমসহ তাদের পরিবারের সদস্যদের সংখ্যা ০৭ জন,এরমধ্যে চার বোনের সবার বড় বোনের (ছোট) একমাত্র ছেলে সন্তান মো. শামীম মিয়া।পরিবারের অভাব অনটনের সংসারের হাল ধরতে দালালের মাধ্যমে শামীমকে সৌদি আরব পাঠান তার বাবা-মা। দালালের মাধ্যমে দেশ থেকে যাওয়া শামীম টানা একবছর বৈধভাবে সুবিধা করতে পারলেও পরবর্তীতে আকামা না থাকায় বাকি দিন গুলো অবৈধভাবে কাজ করে বাড়িতে টাকা পাঠাতো সে। কিন্তু গত ২০২৪ সালের নভেম্বর মাসে সৌদি পুলিশ তার বৈধ কাগজপত্র না থাকার কারণে জেল হাজতে নিয়ে যায়,এরপর সেই বছরের ডিসেম্বর মাসে সৌদি পুলিশ তাকে দেশে পাঠিয়ে দেন। দেশে আসার পর তার শরীরের দুই ঊরুর হাড়ের হিপ জয়েন্টের ব্যাথা দেখা দেয়,কিন্তু শামীম তা বুঝতে পারেননি। এরপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানান শামীম তার হাঁটা চলাচল একেবারে বন্ধ রাখতে হবে। তার শরীরের দুই ঊরুর হাড়ের হিপ জয়েন্টের একটি বল-ও-সকেট নষ্ট হয়ে গেছে এবং অপর একটি বল-ও-সকেট নষ্ট হয়ে যাওয়ার পথে যা আমাদের মানবদেহের প্রতিটি মানুষের হাঁটাচলা এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
পরিবার জানান,বেসরকারি কোনো হাসপাতালে শামীম এর চিকিৎসা করাতে গেলে ১২-১৫ লাখ টাকার প্রয়োজন আর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করালে ৯-১০ লাখ টাকায় সম্ভব।কিন্তু দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া শামীম এখন, না পারছে পরিবারের হাল ধরতে না পারছে তার নিজের চিকিৎসা করাতে।
একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পথে এসে বাধ্য হয়েই 'নিউজ টিভি কিশোরগঞ্জ' অনলাইন চ্যানেলের মাধ্যমে দেশ ও প্রবাসে থাকা সকলের কছেই চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার কথা জানান শামীম ও তার পরিবার। এই সংবাদ এর বিষয়টি 'নিউজ টিভি কিশোরগঞ্জ' চ্যানেলের মাধ্যমে শুনতে পেয়ে আচমিতা ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) মতিউর রহমান মতি বলেন প্রবাস ফেরত অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি শামীমকে ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করবেন।পাশাপাশি তিনি তার পরিষদের ইউপি সদস্য ও অন্যান্য বৃত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানান। আচমিতা ইউনিয়ন পরিষদে এসময় উপস্থিত থাকা উপজেলার জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান ও আচমিতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রবাসী রুবেল মিয়া'সহ আরও অনেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের দাবী খুব দ্রুতই তার উন্নত চিকিৎসার প্রয়োজন,নয়তো টাকার অভাবে শামীম নামের এই যুবক মারা যেতে পারে।শামীমকে আর্থিক সহযোগিতা করতে তার ব্যক্তিগত একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে যেমনঃ ০১৬০৩-০১৫৫১৯
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com