প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৮:৩১ এ.এম
যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যুবদল কর্মীকে পিটিয়ে আহত
![]()
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জাকির খান নামে এক যুবদল নেতার চাঁদাবাজির বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শিমুল গাজী (৩২) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। শিমুল গাজী বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবারে (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সমেদয় কাঠি ইউনিয়নের লক্ষণ কাঠি কালির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) উপলক্ষে আয়োজিত দলীয় অনুষ্ঠান শেষ করে শিমুল গাজী মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সমেদয় কাটি ইউনিয়নের লক্ষণ কাঠি কালির মোড় এলাকায় জাকির খান পথ গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। অভিযুক্ত জাকির খান ঢাকার বাড্ডা থানা যুবদলের সাবেক সহ সভাপতি চিকেন বলে জানা গেছে। শিমুল গাজী জাকির খানের বিরুদ্ধে চাঁদাবাজির বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে হামলা হয় বলে অভিযোগকারী জানিয়েছেন। শিমুল গাজী বলেন, জাকির খান সালিশীর জমাকৃত ১০ হাজার টাকা মেরে খেয়েছে, আমি সে কথা বলছি তাই আমার উপর হামলা করেছে। উপযুক্ত জাকির খান উপযোগ অস্বীকার করে বলেন, শিমুল গাজী আমাকে নিয়ে ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়েছিল তাই তাকে আমি জিজ্ঞাসা করেছি, সে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে কোন মারধর করিনি। এ ব্যাপারে সমেদয়কাঠী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন বলেন,জাকির ও শিমুল উভয়েই বিএনপির সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। জাকির নাকি শিমুলকে পিটিয়েছে, যদি এটা সত্য হয় তাহলে জাকির গুরুতর অপরাধ করেছে। দেশে তো আইন আছে, শিমুল কোন অপরাধ করে থাকলে তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া যেত। জাকির এ কাজটি মোটেও ঠিক করেনি।
এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো: বনি আমিন বলেন, জাকির খান নামে এক যুবদলের সাবেক নেতা শিমুল গাজী নামে এক যুবদলের কর্মীকে পিটিয়েছে বলে শুনেছি, তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com