প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:০১ এ.এম
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের উদ্যোগে ০৬ দফা দাবি আদায়ের প্রতিবাদে কাফন মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের এর শিক্ষার্থীরা ০৬ দফা দাবি আদায় ও কুমিল্লা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৮ এপ্রিল) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা ফকিরতলা নামক স্থানে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মুখ হতে ফকিরতলা পর্যন্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ দাবি আদায়ের লক্ষে কারিগরি ছাত্র আনন্দোলনের প্রতিনিধিদের নেতৃত্বে এ আনন্দোলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলন প্রতিনিধি তানভীর আলম মুগ্ধ,
রাউফুল হাসান লাবীব, রাজিতা ভূঁইয়া, মোঃ রায়হান সেখ,এসহ -মো.হাবীব সেখ, মোঃ রবিন সরকার, মোঃ আশিক, মোঃ সাইমন, ইলেকট্রনিক্সসও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ
সদস্য সহ প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ০৬ দফা দাবিসমূহ হলোঃ* উল্লেখ করা হলো ঃ
ক) জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা,
খ) জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক "ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা,
গ) ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া,
ঘ) পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা,
ঙ) কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা এবং
চ) ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০২৫ তারিখ মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ক্রাফট ইন্সট্রাক্টর পদ হতে ৩০% পদোন্নতি দিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের আদেশ দেয়া হয়। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ কমে যাওয়ায় বর্ণিত কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩ টায় কাফন মিছিল ও সন্ধ্যা সাতটায় মোমবাতি পরজনন করবে সাধারণ শিক্ষার্থীরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com