মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি আউটশাহী ইউনিয়নে সরকারি হুকুম তোয়াক্কার না করে গোরস্থানের নাম করে কেটে ফেলা হচ্ছে ফসলি জমিন। শনিবার ( ১৯ এপ্রিল ) সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আউটশাহী গ্রামে ছাপরা মসজিদের সামনে, সুমন নামে ড্রাইভার বেকু দিয়ে ফসলি জমির মাটি কাটতেছে, ড্রাইভার সুমন বলেন, আউটশাহী ইউনিয়নে চেয়ারম্যান সেকান্দর বেপারী এবং রফিক মেম্বারের নেতৃত্বে আমি কাজ করতেছি, এ বিষয়ে জমির মালিক,মৃত সামাদ শেখের ছেলে,আনিস শেখ বলেন, গোরস্থানে জন্য মাটি দিতেছি আপনারা ঝামেলা করিয়েন না, এ ব্যাপারে ইউ এনও অবগত আছেন, আপনাকে পরে ফোন দিলে আসবেন বসে কথা বলে নিবো ,এসময় চেয়ারম্যান এবং মেম্বারের নাম্বার চাইলে দিতে নারাজ হন , এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোস্তাফিজুর রহমান মোট ফোনে বলেন, ভাই আমি ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলতেছি। এভাবেই জেলা উপজেলায় প্রকাশ্যে দেখা যাচ্ছে বেকু দিয়ে ফসলি জমি গুলো কেটে ফেলা হচ্ছে , ড্রেজার দিয়ে ও চলছে মাটি রমরমের ব্যবসা এমন করে চলতে থাকলে কৃষির উৎপাদন সংকটে পড়বে, এভাবেই চলে রাত দিন ফসলি কাটার পাঁয়তারা জেলা উপজেলায় প্রকাশ্যে ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com