নরসিংদীতে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়কে মাথায় কাফনের কাপড় বেধে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় শিক্ষার্থীরা ৬ দফার বাস্তবায়ন ও সচিবালয়ে নাটকীয় বৈঠক বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পড়ে নরসিংদীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করেছে।
শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহেপ্রতাব এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাকত্বতা পোষণ করে ছয় দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল ও সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন সহ মোট ৬ দফার মেনে নিতে হবে। দাবি মেনে না নিলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com