প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪৫ এ.এম
একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে স্বৈরাচার হাসিনার পতন সবক্ষেত্রেই অগ্রণী ভুমিকায় সিরাজগঞ্জের মানুষ-সাইদুর রহমান বাচ্চু

একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন বা সবশেষ স্বৈরাচার সেখ হাসিনার পতন। সবক্ষেত্রেই অগ্রণী ভুমিকা রেখেছেন সিরাজগঞ্জের সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ চেম্বার অফ সমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সিরাজগঞ্জ চেম্বার অফ সমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে চীনের অর্থায়নে নির্মিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ হাসপাতালটি সিরাজগঞ্জে নির্মানের দাবীতে সংবাদ সম্মেলনে বাচ্চু আরও বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ইকোনমিক জোন যেখানে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক বিসিক শিল্প পার্ক হচ্ছে সেখানেও প্রায় ৩ থেকে ৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে এছাড়াও সিরাজগঞ্জের সাধারণ মানুষ রয়েছেন প্রায় ৪০ লাখ। এতো মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে হলেও প্রস্তাবিত এই হাসপাতালটি সিরাজগঞ্জে হওয়াটা যৌক্তিক বলে মনে করি। তিনি আরও বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে কিছু করতে চাইনা, আমরা চাই আমাদের যৌক্তিক দাবীটুকু মেনে নিক। ডিসি মহোদয়ের নিকট অনুরোধ আমরা হাসপাতালের জন্য জায়গা ব্যাবস্থা করে দিবো আপনারা সরকারকে অবগত করুন। আমরা সিরাজগঞ্জের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে সবাই একতাবদ্ধ আছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার), কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না সহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com