প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪৬ এ.এম
চীনা বিনিয়োগে ১ হাজার শয্যা হাসপাতাল গাইবান্ধায় বির্নিমাণের দাবিতে সংহিত সমাবেশ

চীনা বিনিয়োগে নির্মিতব্য ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় বির্নিমাণের দাবিতে সংহিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সাধারণ ছাত্রজনতার আয়োজনে পৌর শহীদ মিনার চত্বরে এই সংহতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, সিভিল সার্জন ডা রফিকুজ্জামান, এর উপস্থিতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জেলার জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুল ওয়ারেদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংস্কৃতিকব্যক্তিত্ব, ডাক্তার, ব্যবসায়ী নেতা, সাংবাদিকসহ বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । বক্তরা বলেন, উত্তর অঞ্চলের অবহেলিত জেলা গাইবান্ধার মানুষের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য বিগত আওয়ামী ফ্যাসীস্ট সরকারের সময় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই অবহেলিত এ জেলার মানুষের চিকিৎসাসেবার জন্য চীনা ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল টি গাইবান্ধায় স্থাপনের দাবি জানান। এই প্রকল্প বাস্তবায়িত হলে গাইবান্ধা ও পার্শ্ববর্তী জেলার জনগণ আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় আসবে এবং একই সঙ্গে এ অঞ্চলে স্বাস্থ্যখাতে বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে। সংহতি সভা পরিচালনা করেন ফিহাদুর রহমান দিবস।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com