ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ কর্তৃক এক কেজি গাঁজাসহ দুইজন আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার ১৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এসআই(নিঃ)/শ্রী সুনীল চন্দ্র সূত্রধর, এএসআই(নিঃ)/মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স সহ নিয়ে রাত অনুমান ২২.৩৫ ঘটিকার সময় নাসিরনগর থানাধীন নাসিরনগর সদর আনন্দপুর ব্রিজের সামনে পাঁকা রাস্তা উপর হতে ১ (এক) কেজি গাঁজা সহ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গঙ্গানগর ঋষি পাড়ার মৃত বিবেক ঋষির ছেলে ১। লিটন ঋষি (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সদর আনন্দপুর গ্রামের কাউসার মিয়ার ছেলে ২। মোঃ নাজমুল ইসলাম (১৭) কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com