প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৪১ এ.এম
নোবিপ্রবি ও তুরস্কের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও শিক্ষায় সহযোগিতা জোরদারের নতুন দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও তুরস্কের আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়সহ একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু হবে।
গত ১৮ এপ্রিল ২০২৫, আঙ্কারায় অবস্থিত ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অপরদিকে ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস রেক্টর অধ্যাপক ড. আব্দুল্লাহ ইয়েলদিস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের দুইজন ভাইস রেক্টরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। চুক্তি স্বাক্ষরের পর নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাবরেটরি, শ্রেণিকক্ষ এবং গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।
সমঝোতা স্মারকের মূল সুবিধাসমূহ
স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেসব সুবিধা চালু হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় (Student & Faculty Exchange)
আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম
এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জয়েন্ট সুপারভিশন
এনার্জি টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ গবেষণা ও একচেঞ্জ
একাডেমিক ও তথ্য উপকরণ বিনিময়
যৌথ গবেষণা, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন
উভয় বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষাকেন্দ্র চালুর সুযোগ
নোবিপ্রবির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়াকে আরও বেগবান করবে এবং শিক্ষার্থী-শিক্ষকদের বিশ্বমানের গবেষণার সুযোগ সৃষ্টি করবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com