প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৪৬ এ.এম
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজকে কয়েকজন দুষ্কৃতকারী চুরি আঘাত করে হত্যা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সক্রিয় কর্মী পারভেজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা সহ দুষ্কৃতকারী মিলে চুরি আঘাত করে হত্যা করছে, প্রাইম এচিয়ার ছাত্ররা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং গ্রেফতারেও আহ্বান আহবান জানান।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচ এর টেক্সটাইল ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী পারভেজ এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত প্রকাশ করেন ।
এই নৃশংসতা শুধু একজন শিক্ষার্থীর নয়, পুরো প্রাইমএশিয়ার বিরুদ্ধে একটি বর্বর আঘাত।
আজ বিকাল ৪ ঘটিকায় ক্যাম্পাসের সামনেই কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাথে পার্শ্ববর্তী বস্তির কিশোর গ্যাং সহ ৪,৫ জন শিক্ষার্থীকে ছুরিকা'ঘাত করা হলে, সেখান থেকে Nbab Parvez মৃত্যুবরণ করেন।
ছাত্ররা অতি দ্রুত এই হ*ত্যার বিচারের দাবি ও
সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এর দাবি জানিয়েছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com