ময়মনসিংহের নান্দাইলে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য নিশ্চিতে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিনামূল্যে ডায়াবেটিক স্বাস্থ্য পরিসেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) নান্দাইল ডায়াবেটিক সমিতি(নাডাস)এর উদ্যোগে স্থানীয় মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডাঃ মতিউর রহমান ভুইঞার নেতৃত্বে ৫ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। এতে এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ ডায়াবেটিস রোগ নির্ণয়ে ব্লাড গ্রুপ নির্ণয়,অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা পেয়েছেন। ফ্রি চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন ডাঃ তাজুল ইসলাম,এডভোকেট হাবিবুর রহমান,ডাঃ শামসাদ সিদ্দিক, সাংবাদিক হান্নান মাহমুদ, স্বপন কুমার সাহা, বিকাশ সাহা,শামসুল হক প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com