ময়মনসিংহের নান্দাইলে জুলাই বিপ্লব ২০২৪ এর জন আকাঙ্কার আলোকে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নান্দাইল পৌরসভার কাকচর মহল্লায় জাতীয় নাগরিক পার্টি নান্দাইল পৌরশাখার আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সোলায়মান হাকিম বুলবুলের সভাপতিত্বে ও ছাত্রনেতা আশিকি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন। মতবিনিময় সভায় প্রধান অতিথি আশিকিন আলম রাজন তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় সন্ত্রাস ও মাদকমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষের ৫টি মৌলিক অধিকার (খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা) বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। মূলত মানুষের আশা আকাঙ্কার উপর নির্ভর করেই তাদের জোরালো দাবীতে এনসিপি দেশ ও জনগণের কল্যাণে স্বচ্ছ ও বৈষম্যহীন রাজনীতিতে মাঠে নেমেছে। সংস্কার ব্যতিরেখে নির্বাচন কোন লাভ নেই, এখনও ফ্যাসিজম চলছে। ফ্যাসিত্ববাদী দূর করতে সংস্কার প্রয়োজন। তাই গণতন্ত্র পুরুদ্ধারে এনসিপি’র পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান। এসময় জুলাই বিপ্লবে আহত সহযোদ্ধা শেখ সাদী, ছাত্রনেতা মাসুদ সরকার লিংকন, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, নাগরিক পার্টির সদস্য সুফি আব্দুল্লাহ, আরিফ আব্দুল্লাহ, ব্যবসায়ী রতন মিয়া, এড. ফাহমিদ আহম্মেদ ফাহিম, নিজামুল ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ সহ এলাকার শতাধিক যুবক ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com