বাংলা সনের প্রথম মাস বৈশাখ। বৈশাখ এলেই কৃষকের গোলায় আসে নতুন ধান। ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলায় এবার ধানের ফলন হয়েছে বাম্পার। আগাম ধানের জাত হওয়ায় বৈশাখ আসার সাথে সাথেই পাকা ধান ঘরে তুলতে শুরু করেছেন চাষিরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার ধান এবং ধান থেকে উৎপাদিত চাল স্থানীয় জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলার চাল কল মালিক ও ব্যবসায়ীরা এখান থেকে ধান চাল সংগ্রহ করে। কৃষাণ কিশানিদের সাথে কথা বলে জানা যায় ফলন ভালো হওয়ায় আবহাওয়া অনুকূলে থাকায় চালের দাম কমলেও তারা লাভবান হবেন। বাজারদর নিয়ে সন্তুষ্ট ক্রেতা ও বিক্রেতা উভয়েই। নতুন চাল আসার প্রভাবে চালের বাজারে ইতিবাচক ভাবে প্রভাব পড়তে শুরু করেছে। গত মাসের শেষ দিকে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া চালের দাম এখন নিম্নমুখী। ব্যবসায়ীরা আশাবাদী, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে সব ধরনের চালের দাম আরও কমবে। ইতিমধ্যে বিআর-২৮, পাইজামসহ কিছু মোটা চালের দাম কমেছে। তবে মিনিকেট, কাটারি নাজিরসহ সরু চালের দাম এখনো আগের মতোই।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com