প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৫১ এ.এম
এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং এর দায় দুই বখাটে যুবকের ১ বছরের কারাদণ্ড

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আকসা গ্রামে এসএসসি পরীক্ষার্থী দুই ছাত্রীকে উত্তপ্ত ও ইভটিজিং করায় দুই বখাটে যুবক আটক করে ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ১৮ এপ্রিল সকাল ৮ টায় নিজ বাড়ি থেকে রওনা দিলে রাস্তা অবরুদ্ধ করে ইভটিজিং করে ও অটো রিক্সায় ডিল ছুড়ে একই এলাকার দুই বখাটে যুবক আবু বক্কর মেলকারের ছেলে সিয়াম মেলকার (২২) ও কালু ঢালীর ছেলে জুয়েল ঢালী (২৫)।
পরীক্ষার্থীর এক অভিভাবক ইতালি প্রবাসী বাচ্চু হাওলাদার ইভটিজিংয়ের প্রতিবাদ করলে জুয়েল ঢালী ও সিয়াম মেলকার অতর্কিত হামলা চালায় এত করে গুরুতর আহত হন পরীক্ষার্থীর বাবা। পরীক্ষার্থীর বাবাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ঘটনার খবর পেয়ে ফতে জঙ্গলপুর পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্থলে গেলে জুয়েল ঢালী ও সিয়াম মেলকার পালিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার নেওয়ার পরে ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গতকাল পুলিশ অভিযুক্ত সিয়াম (২২) ও জুয়েলকে(২৫) কে আটক করে। এরপর সিয়াম ও জুয়েলকে এক বছর কারাদণ্ড প্রদান করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পররবর্তীতে অভিযোগের ভিত্তিতে উল্লেখিত সিয়াম ও জুয়েল দু’জনকে আটক করার পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com