৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লি মারা গেলেন।
মারা যাওয়া মুসল্লি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতাালিয়া গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫)। এর আগে মারা যান খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে দিদার তরফদার (৫৫)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নাজমুল হোসেন মারা যান। জানা যায়, বিশ্ব ইজতেমার ৭২নং খিত্তায় অবস্থানকারী মুসল্লি নাজমুল হোসেন শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com