যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা কখনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহর ভয় থাকলে প্রকৃত মুসলমান হওয়া যায়। মুমিন ব্যাক্তি অন্তরে আল্লাহর ভয় রাখে। যদি প্রকৃত মুমিন মুসলমান হওয়া যায় তাহলে পরকালে জান্নাত পাওয়া যাবে। (২৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "মাদিনাতুল কুরআন মাদ্রাসা" এর উদ্যোগে সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ২য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রেখে নাগাইশ দরবার শরীফ এর পীর, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মোস্তাক ফয়েজী এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রতিটি মুসলমানদের দ্বীনি শিক্ষা গ্রহন করতে হবে। আল্লাহর দ্বীন কায়েমে কাজ করতে হবে। প্রতিটি মুসলমান সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সাহেবাবাদ ডিগ্রি কলেজ জামে মসজিদ এর খতিব মাওলানা ক্বারী কামরুল হাছান ভূইঁয়া এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. আশিকুর রহমান ও মো. মনিরুল ইসলাম ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান আকর্ষন ছিলেন হাফেজ মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী। বিশেষ বক্তা ছিলেন ক্বারী মাওলানা মুফতি সোলাইমান হোসাইন। এতে দেশবরেণ্য বহু ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। এসময় কুরআন প্রেমীরা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com