প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৫, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১২:০৯ পি.এম
লালমনিহাটের পাটগ্রামে টানা রেলপথ অবরোধের পাশাপাশি সড়কপথ অবরোধের ঘোষণা

লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত বুড়িবাড়ি এক্সপ্রেস সরাসরি বুড়িমারী থেকে চালু না হওয়ায় টানা সপ্তম দিনের মতো চলছে রেলপথ অবরোধ। রেলপথ অবরোধের পাশাপাশি আগামীকাল ভোর ৬ টা হতে সড়ক পথ অবরোধের ঘোষণা দেয় বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। রবিবার ২৭ এপ্রিল সকাল ১১ টায় পাটগ্রাম রেলস্টেশনে বাস্তবায়ন কমিটির আহবায়ক এটি যে সিদ্দিকী কাকন সংবাদ সম্মেলন করে সড়কপথ অবরোধের ঘোষণা দেন। ইতিমধ্যে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে পাটগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাটগ্রাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতাকর্মীরা এসে অবরোধে যোগ দিয়ে সমর্থন জানিয়েছে। সমর্থন জানিয়েছে পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, পাটগ্রামের ২৭ টি সামাজিক সংগঠন সহ হিন্দু বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ। উল্লেখ যে গত সোমবার ২১ এপ্রিল ভোর ৬ হতে অবরোধ কর্মসূচি শুরু হয়। যার ফলে বন্ধ হয়ে যায় লালমনিরহাট বুড়িমারী রুটে রেল যোগাযোগ। টানা রেলপথ অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পাটগ্রাম বুড়িমারী হতে লালমনিরহাট ও রংপুর বিভাগীয় শহরে যাওয়ার সহজতম মাধ্যম হল রেল যোগাযোগ। পাটগ্রাম ইউনিয়নের বেংকান্দার বাসিন্দা আব্দুর রহিম জানান, রেলপথ অবরোধের কারণে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের জন্য কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছি তারপরেও কষ্ট আমরা মেনে নিব কিন্তু বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চাই। পাটগ্রাম হতে রংপুরে চিকিৎসা নিতে যাওয়া রফিকুল জানান, ট্রেন চলাচল না থাকায় অনেক কষ্ট করে মাইক্রো অতিরিক্ত ভাড়া দিয়ে রংপুর গিয়ে ডাক্তার দেখে আসলাম। ট্রেন চালু থাকলে এই সমস্যা হতো না। ট্রেন থাকলে ২০০ টাকায় রংপুর ঘুরে আসতে পারতাম কিন্তু অতিরিক্ত ৩৫০০ টাকা ভাড়া দিয়ে মাইক্রো রিজার্ভ করে ডাক্তার দেখাতে হলো।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com