খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গত ২৪ ঘন্টায় সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১) ফরিদ হোসেন মৃধা (৩৮), পিতা-মোঃ আঃ আজিজ মৃধা, সাং-পায়লাতলা দক্ষিণ সুতালড়ী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট এবং ২) মোঃ আল আমিন হাওলাদার (২৯), পিতা-মোঃ জাফর হাওলাদার, সাং-গোবরদিয়া ১নং কারাপাড়া, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটদ্বয়কে ২৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com