ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে নিরাপদ শাক সবজি ও ফলমূল উৎপাদনের লক্ষ্যে কৃষক ও কৃষাণীর মাঝে একদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক( ডিডি) আইয়ুব মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ রানা পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ হোসেন মিয়া, মোঃ আবুল হোসেন, আলেক হোসেন, শামিমুল ইসলাম ভূঁইয়া প্রমূখ উক্ত প্রশিক্ষণে উপজেলার মাধবপুর ইউনিয়ন ও সদর ইউনিয়নের ৫০ জন তরুণ কৃষক ও কৃষানীর মাঝে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com