চুয়াডাঙ্গা পৌরসভার ৩নংওয়ার্ডে সাতভাই পুকুর পাড়ে অবস্থিত রজব মসলা মিল দীর্ঘদিন যাবৎ গুড়া মসলা তৈরি করে বাজারজাত করছে। আজ২৯/০৪/২০২৫ খ্রী. মঙ্গলবার বেলা ১০:৩০ ঘটিকায় সময়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সজীব পাল।রজব মসলা মিলে অভিযানে নিম্নমানের ঝালের গুড়া প্রস্তুত করে তাদের নিকট ধরা পড়ে।তারা অভিযান করে দেখে নিম্নমানের ঝালের সাথে ক্ষতিকর রং মিশ্রিত করে ঝালের গুড়া তৈরি করে বাজারজাত করে আসছে। পরে মিল হতে নিম্নমানের (৭) বস্তা ঝাল জব্দ করে।ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সজীব পাল। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান। ঘটনা স্থলে এসে সত্যতা নিশ্চিত হয়ে রজব মসলা মিল মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com