চট্টগ্রামের পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আইয়ুব বাবুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে হাইকোর্ট থেকে তিনি আট সপ্তাহের আগাম জামিন নেন। আট সপ্তাহ পরে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত এই আদেশ দেন। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকারের পট পরিবর্তনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও জন প্রতিনিধিদের বিরুদ্ধে অসংখ্য মামলা হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পটিয়ায় একাধিক রাজনৈতিক মামলা হয়েছে। বিএনপি, জামায়াত ও হেফাজতের দায়ের করা চারটি মামলায় পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। তার গ্রেফতারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ জানান,মেয়র আইয়ুব বাবুলের বিরুদ্ধে মামলাগুলো ছিল মূলত গায়বি মামলা। একই ঘটনায় একাধিক মামলা করে একই ব্যাক্তিকে সবকটি মামলায় আসামি করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা ২০-৩০ জন আইনজীবী মেয়র আইয়ুব বাবুলের জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানান, আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে বিরোধী দলের প্রতি যা করেনি গত সাত আট মাসে এই সরকার তার চেয়ে অনেক বেশি করেছে। আমি মেয়র আইয়ুব বাবুলকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com