প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১১:১২ এ.এম
চিলাহাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় নীলফামারীর ডোমার উপজেলা চিলাহাটির বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৯ এপ্রিল দুপুরে ডোমার উপজেলার চিলাহাটিতে দলীয় নেতা-কর্মীরা তাদের প্রানপ্রিয় নেতা সাবেক সংসদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের খালাত ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তিনি মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে আদালতে আত্নসমর্পণ করেন। এসময় তার সাথে নীলফামারী জেলাসহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী দেখা গেছে তার সাথে। কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তার আইনজীবী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ওই আদালত ও তার জামিন নামঞ্জুর করেন। জামিন না মঞ্জুর প্রতিবাদের দাবিতে চিলাহাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের প্রানপ্রিয় নেতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবি জানান। মিছিল ও প্রতিবাদ সভা সমাবেশে যারা উপস্থিত ছিলেন।
আব্দুর রউফ সাধারণ সম্পাদক ভোগডাবুরী ইউনিয়ন শাখা, আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ভোগডাবুরী ইউনিয়ন শাখা, আবু ওয়াজেদ জার্মান যুবদল আহবায়ক ভোগডাবুরী শাখা, ওবায়দুর রহমান জবা সদস্য সচিব যুবদল, শাহরিয়ার সুমন সভাপতি স্বেচ্ছাসেবক দল ভোগডাবুরী ইউনিয়ন শাখা, শাহনাজ আলম রকি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ভোগডাবুরী ইউনিয়ন শাখা, জিয়াউল করিম জিয়া সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল ভোগডাবুরী ইউনিয়ন শাখা,শরিফুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল ভোগডাবুরী ইউনিয়ন শাখা, মাসুদ রানা সহ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ভোগডাবুরী ইউনিয়ন শাখা রশিদুল ইসলাম তাঁতি দল ভেগডাবুরী ইউনিয়ন শাখা, ভোগডাবুরী মিলন ইসলাম সাধারণ সম্পাদক তাঁতি দল ভোগডাবুরী ইউনিয়ন শাখা, ইউনিয়ন শাখা রাকিব ইসলাম ছাত্রনেতা ভোগডাবুরী ইউনিয়ন শাখা, রেজাউল করিম, লতিফুর হায়দার সবু, আবু কালাম, সাইদুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com