বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন রেজিঃনং রাজ-৮৬৪ এর ত্রি-বার্ষিক নির্বাচন শহরের টিটুমিলনায়তনে চলছে। মোট ১৫ টিপদের ১১ টি বিনাপ্রতিদন্দিতায় বিজয়ী হয়েছে ৪ টি পদে মোট ৮ জন প্রতিযোগিতা করছেন মোট ভোটার স্যংখ্যা ৭৪০ জন।নির্বাচন পর্যবেক্ষন প্রতিনিধি হিসেবে বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তর হতে উম্মে আশরাতুন তাজলিন উপস্থিত রয়েছেন।নির্বাচন পরিচালোনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মতিন সদস্য সচিব মোঃ আজগর আলী ও সদস্য মোঃ মুনসুর রহমান সকলেই নির্বাচন কক্ষে উপস্থিত রয়েছেন।বগুড়া সদর উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃনং বগুড়া-০৭৬ এর সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ আকাশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগন নির্বাচন পরিদর্শন করছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com