০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সিপিবি’র স্মারকলিপি

  • স্বপন সূত্রধর
  • পোস্ট হয়েছেঃ ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 334

সারাদেশের পাশাপাশি ময়মনসিংহ নগরে প্রাণঘাতি ডেঙ্গু’র বিস্তার বেড়েছে। নগরের বিভিন্ন মহল্লায় প্রতিদিন অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই করছেন মৃত্যুবরন। সক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি রোগীর ভীড়ে নাস্তানাবুদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অতিরিক্ত ডেঙ্গু রোগী সামাল দিতে খাচ্ছে হিমশিম। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটি ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন, ড্রেন পরিষ্কার করা এবং হাসপাতালে ওয়ার্ড বৃদ্ধি করে উন্নত চিকিৎসা প্রদান প্রসঙ্গে সবর। আজ ৬ নভেম্বর ২০২৫ ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব মোখতার হোসেনের কাছে ময়মনসিংহ জেলা সিপিবি’র নেতৃবৃন্দরা স্মারক লিপি প্রদান করেন। তারা ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কাছে চারটি দাবি জানান। দাবি সমূহ ১. ডেঙ্গু রোগের বিস্তার, এর প্রতিরোধ বিষয়ে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতি দ্রুত এবং নানামাত্রিক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা। ২. ডেঙ্গু’র বাহক-মশা নিধন কার্যক্রম, নগরের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ৩. ড্রেন, বদ্ধ জলাশয় ইত্যাদি পরিষ্কারের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরীভিত্তিতে পরিচালনা করা। ৪. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড স্থাপন করে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।

স্মারকলিপি প্রদান শেষে জেলা সিপিবির সভাপতি এমদাদুল হক মিল্লাত “আজকের খবর” সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ময়মনসিংহ মেডিকেলে রোগী ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় ওয়ার্ড ও সিট না থাকায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি এবং আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত পথসভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মাদক নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বনানী থানা পুলিশ

ডেঙ্গু প্রতিরোধে সিপিবি’র স্মারকলিপি

পোস্ট হয়েছেঃ ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

সারাদেশের পাশাপাশি ময়মনসিংহ নগরে প্রাণঘাতি ডেঙ্গু’র বিস্তার বেড়েছে। নগরের বিভিন্ন মহল্লায় প্রতিদিন অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই করছেন মৃত্যুবরন। সক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি রোগীর ভীড়ে নাস্তানাবুদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অতিরিক্ত ডেঙ্গু রোগী সামাল দিতে খাচ্ছে হিমশিম। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটি ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন, ড্রেন পরিষ্কার করা এবং হাসপাতালে ওয়ার্ড বৃদ্ধি করে উন্নত চিকিৎসা প্রদান প্রসঙ্গে সবর। আজ ৬ নভেম্বর ২০২৫ ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব মোখতার হোসেনের কাছে ময়মনসিংহ জেলা সিপিবি’র নেতৃবৃন্দরা স্মারক লিপি প্রদান করেন। তারা ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কাছে চারটি দাবি জানান। দাবি সমূহ ১. ডেঙ্গু রোগের বিস্তার, এর প্রতিরোধ বিষয়ে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতি দ্রুত এবং নানামাত্রিক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা। ২. ডেঙ্গু’র বাহক-মশা নিধন কার্যক্রম, নগরের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ৩. ড্রেন, বদ্ধ জলাশয় ইত্যাদি পরিষ্কারের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরীভিত্তিতে পরিচালনা করা। ৪. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড স্থাপন করে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।

স্মারকলিপি প্রদান শেষে জেলা সিপিবির সভাপতি এমদাদুল হক মিল্লাত “আজকের খবর” সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ময়মনসিংহ মেডিকেলে রোগী ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় ওয়ার্ড ও সিট না থাকায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি এবং আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত পথসভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করছে।