
সারাদেশের পাশাপাশি ময়মনসিংহ নগরে প্রাণঘাতি ডেঙ্গু’র বিস্তার বেড়েছে। নগরের বিভিন্ন মহল্লায় প্রতিদিন অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই করছেন মৃত্যুবরন। সক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি রোগীর ভীড়ে নাস্তানাবুদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অতিরিক্ত ডেঙ্গু রোগী সামাল দিতে খাচ্ছে হিমশিম। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটি ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন, ড্রেন পরিষ্কার করা এবং হাসপাতালে ওয়ার্ড বৃদ্ধি করে উন্নত চিকিৎসা প্রদান প্রসঙ্গে সবর। আজ ৬ নভেম্বর ২০২৫ ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব মোখতার হোসেনের কাছে ময়মনসিংহ জেলা সিপিবি’র নেতৃবৃন্দরা স্মারক লিপি প্রদান করেন। তারা ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কাছে চারটি দাবি জানান। দাবি সমূহ ১. ডেঙ্গু রোগের বিস্তার, এর প্রতিরোধ বিষয়ে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতি দ্রুত এবং নানামাত্রিক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা। ২. ডেঙ্গু’র বাহক-মশা নিধন কার্যক্রম, নগরের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ৩. ড্রেন, বদ্ধ জলাশয় ইত্যাদি পরিষ্কারের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরীভিত্তিতে পরিচালনা করা। ৪. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড স্থাপন করে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।
স্বপন সূত্রধর 

























