০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

নড়াইলে বৈষম্য বিরোধী  ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেয়া মামলায় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।  বৃহস্পতিবার  (৮ মে) রাতে তাদের সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখ হাটির রুহুল।
নড়াইল সদর থানার
ওসি তদন্ত জামিল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার ওপর হামলা, মামলায় এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে  গত বছরের আগস্টের ৪ তারিখ নড়াইলে সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে করেন। মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে গত বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে  আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয় মামলায়।  ওই মামলায় এজাহার নামীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের  ৪ নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সিংগাইরে বিএডিসির খননকৃত খাল ভরাট করে রাস্তা বানিয়ে ইটভাটায় মাটি সরবরাহ

নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

পোস্ট হয়েছেঃ ০৭:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
নড়াইলে বৈষম্য বিরোধী  ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেয়া মামলায় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।  বৃহস্পতিবার  (৮ মে) রাতে তাদের সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখ হাটির রুহুল।
নড়াইল সদর থানার
ওসি তদন্ত জামিল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার ওপর হামলা, মামলায় এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে  গত বছরের আগস্টের ৪ তারিখ নড়াইলে সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে করেন। মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে গত বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে  আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয় মামলায়।  ওই মামলায় এজাহার নামীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের  ৪ নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ।