
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. শরীফ- উস- সাঈদ এসময়ে ফুলে ফুলে সিক্ত হলেন তিনি।
। প্রফেসর মো. শরীফ- উস- সাঈদ এর আগে সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। তাঁর দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার মানোন্নয়নে অবদানের জন্য তিনি একজন সম্মানিত শিক্ষাবিদ হিসেবে পরিচিত।
নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরীফ- উস- সাঈদ স্যারের আগমনে অত্র কলেজে’র সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মো.মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রিপন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. শাহীন কবীর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোছাঃ খাদিজা সুলতানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আব্দুল ওয়াহাব মিয়া, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড.মো. ইসমাইল হোসেন সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ ও কর্মকর্তা -কর্মচারীরা, কলেজ ছাত্রদল, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার সকালে আন্তরিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন। পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক- শিক্ষার্থীরা স্যারের সঙ্গে কুশল বিনিময় করেন। নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরীফ- উস- সাঈদ কলেজে’র সার্বিক উন্নয়নে তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “আমি এই কলেজকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে সবার সঙ্গে একসাথে কাজ করতে চাই।” তিনি আরও শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম প্রসার এবং আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।