
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্যে নীলফামারী সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী ও নুরুজ্জামান। অনুষ্টানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা উপ¯ি’ত ছিলেন।
শেষে প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২৫ উপলক্ষে অনুষ্টিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।