১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদী দেশ টেলিভিশনের সাংবাদিকের ওপর দূর্বৃত্তদের হামলা

  • অরবিন্দ রায়
  • পোস্ট হয়েছেঃ ১১:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • 4

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার  রাত পৌনে ১০টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায়  হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় আকরাম হোসেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় আমার পরিবার নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এসময় অজ্ঞাতনামা ০৩ জন দূর্বৃত্ত সেখানে এসে তাদের পরিহিত শার্টের পিছন থেকে ধারালো চাপাতি বাহির করিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। কোপ আমার ব্যবহৃত গাড়ীর বাম পাশের দরজায় লেগে  ক্ষতিগ্রস্থ হয়। দূর্বৃত্তরা  আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে পূনরায় চাপাতি দিয়ে কোপ দিতে চাইলে আমি সামনে বাধা হয়ে  দাঁড়াই। এসময় দূর্বৃত্তরা  আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে ও প্রান নাশের হুমকি দেয়। এই সময় উপস্থিত লোকজন আমাদেরকে রক্ষার জন্য এগিয়ে  আসলে  তারা  দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে  ঘটনার নিন্দা জানানো হয়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক গনমাধ্যমকে বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

চাকরি ছেড়ে পেঁপে চাষ করে সফল স্বাবলম্বী হয়েছে রিয়াদুল

নরসিংদী দেশ টেলিভিশনের সাংবাদিকের ওপর দূর্বৃত্তদের হামলা

পোস্ট হয়েছেঃ ১১:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার  রাত পৌনে ১০টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায়  হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় আকরাম হোসেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় আমার পরিবার নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এসময় অজ্ঞাতনামা ০৩ জন দূর্বৃত্ত সেখানে এসে তাদের পরিহিত শার্টের পিছন থেকে ধারালো চাপাতি বাহির করিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। কোপ আমার ব্যবহৃত গাড়ীর বাম পাশের দরজায় লেগে  ক্ষতিগ্রস্থ হয়। দূর্বৃত্তরা  আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে পূনরায় চাপাতি দিয়ে কোপ দিতে চাইলে আমি সামনে বাধা হয়ে  দাঁড়াই। এসময় দূর্বৃত্তরা  আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে ও প্রান নাশের হুমকি দেয়। এই সময় উপস্থিত লোকজন আমাদেরকে রক্ষার জন্য এগিয়ে  আসলে  তারা  দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে  ঘটনার নিন্দা জানানো হয়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক গনমাধ্যমকে বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।