১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মফুল সৌন্দর্য বিমোহিত দামুড়হুদার কয়ার বিল

অনিন্দ্য সৌন্দর্যের কারণে পদ্মকে জলজ ফুলের রাণী বলা হয়। এ বিলের রাশি রাশি প্রস্ফুটিত পদ্মফুল সৌন্দর্য ছড়াচ্ছে এবং  দর্শনার্থীদের মনে কেড়ে নিয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতায় বলেছিলেন নীল পদ্মের কথা! নীল নয়, তবে গোলাপী পদ্মে ঢাকা বিলের দেখা কিন্তু পাবেন! অপুর্ব নৈসর্গিক সুন্দর কয়ার বিলে দুর থেকে মনে হবে যেন ফুলের বিছানা পাতা। প্রতিদিনই এ সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা।

বিলের পাড়ে বসে উপভোগ করেছেন দর্শীনার্থীরা। কেউ কেউ তুলে নিচ্ছে দু-একটা পদ্ম। কয়ার বিলের প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে ছুটে আসছে প্রকৃতি প্রেমীরা। আর এ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটছে দর্শনার্থীরা।

এমন পদ্মফুলের দেখা মেলে প্রতি বছর  দামুড়হুদা  উপজেলার পারকৃষ্ণপুর মদনা  ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের কয়ার বিলে। প্রকৃত ভাবেই জন্মে এই পদ্মফুল।

স্থানীয় এক পদ্মফুল প্রেমী ইব্রাহিম মাষ্টার  বলেন, এই বিলে প্রতিবছর অসংখ্য পদ্ম ফুল ফোটে। বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। আমি এই বিলে ফুটে থাকা পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। এসে খুবই ভালো লাগছে। নৌকা চড়ে দর্শনার্থীরা ফুলের কাছে গিয়ে সৌন্দর্য উপভোগ করছে।

বিলে পদ্মফুলের পাতা তুলতে যাওয়া,  শ্রী বীরেন হালদার বলেন, হিন্দু ধর্মালম্বীদের পুজা পার্বণ ও বিভিন্ন অনুষ্ঠানে আমরা পাতা সংগ্রহ করে অনুষ্ঠান করে থাকি।

পদ্মবিল পাড়ের বাসিন্দা সোহেল বলেন, বিভিন্ন এলাকা  থেকে মানুষ  সৌন্দর্য উপভোগ করতে কয়ার বিলে  আসে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

শত কোটি টাকার সম্পদ রক্ষার্থে ভিপি সাজ্জাদ বিএনপির পদ প্রত্যাশী

পদ্মফুল সৌন্দর্য বিমোহিত দামুড়হুদার কয়ার বিল

পোস্ট হয়েছেঃ ০৮:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

অনিন্দ্য সৌন্দর্যের কারণে পদ্মকে জলজ ফুলের রাণী বলা হয়। এ বিলের রাশি রাশি প্রস্ফুটিত পদ্মফুল সৌন্দর্য ছড়াচ্ছে এবং  দর্শনার্থীদের মনে কেড়ে নিয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতায় বলেছিলেন নীল পদ্মের কথা! নীল নয়, তবে গোলাপী পদ্মে ঢাকা বিলের দেখা কিন্তু পাবেন! অপুর্ব নৈসর্গিক সুন্দর কয়ার বিলে দুর থেকে মনে হবে যেন ফুলের বিছানা পাতা। প্রতিদিনই এ সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা।

বিলের পাড়ে বসে উপভোগ করেছেন দর্শীনার্থীরা। কেউ কেউ তুলে নিচ্ছে দু-একটা পদ্ম। কয়ার বিলের প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে ছুটে আসছে প্রকৃতি প্রেমীরা। আর এ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটছে দর্শনার্থীরা।

এমন পদ্মফুলের দেখা মেলে প্রতি বছর  দামুড়হুদা  উপজেলার পারকৃষ্ণপুর মদনা  ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের কয়ার বিলে। প্রকৃত ভাবেই জন্মে এই পদ্মফুল।

স্থানীয় এক পদ্মফুল প্রেমী ইব্রাহিম মাষ্টার  বলেন, এই বিলে প্রতিবছর অসংখ্য পদ্ম ফুল ফোটে। বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। আমি এই বিলে ফুটে থাকা পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। এসে খুবই ভালো লাগছে। নৌকা চড়ে দর্শনার্থীরা ফুলের কাছে গিয়ে সৌন্দর্য উপভোগ করছে।

বিলে পদ্মফুলের পাতা তুলতে যাওয়া,  শ্রী বীরেন হালদার বলেন, হিন্দু ধর্মালম্বীদের পুজা পার্বণ ও বিভিন্ন অনুষ্ঠানে আমরা পাতা সংগ্রহ করে অনুষ্ঠান করে থাকি।

পদ্মবিল পাড়ের বাসিন্দা সোহেল বলেন, বিভিন্ন এলাকা  থেকে মানুষ  সৌন্দর্য উপভোগ করতে কয়ার বিলে  আসে।