০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে স্কুলছাত্রীর যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • এস এম আলমগীর
  • পোস্ট হয়েছেঃ ০৭:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • 303
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম  শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের (খন্ডকালীন) সহকারী শিক্ষক মো. রইজ মাস্টার কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে নানা সময় মৌখিক ও শারীরিকভাবে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনোরকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।শেষমেশ নিরুপায় হয়ে শিক্ষার্থীর পরিবার সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বরাবর ও থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (০৯ মে) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সদরপুরে স্কুলছাত্রীর যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

পোস্ট হয়েছেঃ ০৭:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম  শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের (খন্ডকালীন) সহকারী শিক্ষক মো. রইজ মাস্টার কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে নানা সময় মৌখিক ও শারীরিকভাবে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনোরকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।শেষমেশ নিরুপায় হয়ে শিক্ষার্থীর পরিবার সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বরাবর ও থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (০৯ মে) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।