
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় ছয়ঘরিয়া গ্রামের পিতা কে না পেয়ে ১৩ বছরের ছেলে কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার ১২/০৫/২০২৫ খ্রি. বেলা ৪:০০ ঘটিকায়।এ ঘটনা ঘটে। দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন কে আটক করেছে।মুল আসামি হযরত আলী এখনও পলাতক।
নিহত রিয়াদ হোসেন দর্শনা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার জিয়াউর রহমান কাজীর ছেলে। নিহত রিয়াদ ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল বলে জানা যায়।
অভিযুক্ত হযরত আলী (৩০) একই গ্রামের মৃত বায়রুল্লার ছেলে।
হযরতের বাড়িতে তার বোন ও বোন জামাই এসে বসবাস করছে। রিয়াদের বাবা জিয়াউর রহমানের হযরতের বাড়িতে আসা-যাওয়া করার ফলে বোন ও বোন জামাই সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। কিন্তু হযরতের মায়ের অভিযোগ আমার বাড়িতে কেন জিয়াউর আসবে।এই নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
ঘটনার দিন দুপুরের হযরতে মা বলেন জিয়াউর কে হেসো দিয়ে মেরে ফেলতে।
মায়ের কথা মতো হযরত জিয়াউর এর বাড়িতে তাকে না পেয়ে। তার ১৩ বছরের সন্তান কে কুপিয়ে হত্যা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন,হযরত রিয়াদ কে কেন হত্যা করেছে তা তদন্ত করলে তার মূল কারন বোঝা যাবে।
দর্শনা থানা ওসি শহীদ তিতুমীর স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শোনা যাচ্ছে হযরতের বাড়িতে আসা-যাওয়া করার কারনে দ্বন্দ্বে কারনে জিয়াউর এর ছেলে রিয়াদ নিহত হন।পাশ্ববর্তী গ্রাম হতে হযরতে স্ত্রী কে আটক করা হলেও মূল আসামি হযরত আলী পলাতক তবে তাকে আটক করার জন্য সবধরনের ব্যবস্থা অব্যাহত রয়েছে।
নিহত রিয়াদ কে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।