০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বুকের মাঝেই সন্তানের শেষ আশ্রয় — বাবার নিঃশব্দ আত্মত্যাগ

  • Junayed Islam
  • পোস্ট হয়েছেঃ ০৭:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 173

জীবনে মা-বাবা হচ্ছেন সেই পরম আশ্রয়, যাদের ভালোবাসার কোনো তুলনা নেই, কোনো শর্ত নেই। তারা আমাদের জন্য অকাতরে দেন, কিছুই চান না বিনিময়ে। কিন্তু আমরা অনেকেই তা বুঝি না—যতক্ষণ না তারা হারিয়ে যান চিরতরে। সাম্প্রতিক এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঘটেছে এমনই এক ঘটনা, যা চোখে এনে দেয় অশ্রু আর মনে জাগায় প্রশ্ন—আমরা কি যথেষ্ট ভালোবাসি আমাদের মা-বাবাকে?

একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গভীর ডোবার পানিতে ডুবে যায়। চারপাশে হাহাকার, জীবন-মৃত্যুর মাঝখানে দোল খাচ্ছে যাত্রীরা। কিন্তু সেই ভয়াল মুহূর্তে এক বাবা যা করলেন, তা যেন প্রতীক হয়ে থাকলো চিরন্তন ভালোবাসার। ডুবে যাওয়া গাড়ির ভেতরেও তিনি বুকের ভেতর শক্ত করে জড়িয়ে রেখেছিলেন তার ছোট্ট মেয়েকে। মৃত্যু আসন্ন জেনেও এক মুহূর্তের জন্যও মেয়েকে ছেড়ে দেননি। হয়তো ভেবেছিলেন—নিজে বাঁচতে না পারলেও, অন্তত মেয়েকে রক্ষা করবেন। কিন্তু নিয়তির নির্মমতায় শেষ পর্যন্ত দুজনকেই বিদায় নিতে হয়।

পরে উদ্ধারকর্মীরা যখন গাড়ির ভেতর থেকে তাদের নিথর দেহ বের করে আনেন, তখনও সেই বাবা তার মেয়েকে বুকের মাঝে আগের মতোই আগলে রেখেছিলেন। যেন মৃত্যুর পরেও তিনি পাহারা দিচ্ছেন তার আদরের সন্তানকে। এই একটি দৃশ্যই বলে দেয়, সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা কতটা গভীর, কতটা নিঃস্বার্থ হতে পারে। বাবা-মা কেবল জীবনের অংশ নয়—তারা পুরো জীবন।

সেলুট জানাই সেই সব মা-বাবাকে, যাদের ভালোবাসা আমাদের বেঁচে থাকার প্রেরণা।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

শত কোটি টাকার সম্পদ রক্ষার্থে ভিপি সাজ্জাদ বিএনপির পদ প্রত্যাশী

বুকের মাঝেই সন্তানের শেষ আশ্রয় — বাবার নিঃশব্দ আত্মত্যাগ

পোস্ট হয়েছেঃ ০৭:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জীবনে মা-বাবা হচ্ছেন সেই পরম আশ্রয়, যাদের ভালোবাসার কোনো তুলনা নেই, কোনো শর্ত নেই। তারা আমাদের জন্য অকাতরে দেন, কিছুই চান না বিনিময়ে। কিন্তু আমরা অনেকেই তা বুঝি না—যতক্ষণ না তারা হারিয়ে যান চিরতরে। সাম্প্রতিক এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঘটেছে এমনই এক ঘটনা, যা চোখে এনে দেয় অশ্রু আর মনে জাগায় প্রশ্ন—আমরা কি যথেষ্ট ভালোবাসি আমাদের মা-বাবাকে?

একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গভীর ডোবার পানিতে ডুবে যায়। চারপাশে হাহাকার, জীবন-মৃত্যুর মাঝখানে দোল খাচ্ছে যাত্রীরা। কিন্তু সেই ভয়াল মুহূর্তে এক বাবা যা করলেন, তা যেন প্রতীক হয়ে থাকলো চিরন্তন ভালোবাসার। ডুবে যাওয়া গাড়ির ভেতরেও তিনি বুকের ভেতর শক্ত করে জড়িয়ে রেখেছিলেন তার ছোট্ট মেয়েকে। মৃত্যু আসন্ন জেনেও এক মুহূর্তের জন্যও মেয়েকে ছেড়ে দেননি। হয়তো ভেবেছিলেন—নিজে বাঁচতে না পারলেও, অন্তত মেয়েকে রক্ষা করবেন। কিন্তু নিয়তির নির্মমতায় শেষ পর্যন্ত দুজনকেই বিদায় নিতে হয়।

পরে উদ্ধারকর্মীরা যখন গাড়ির ভেতর থেকে তাদের নিথর দেহ বের করে আনেন, তখনও সেই বাবা তার মেয়েকে বুকের মাঝে আগের মতোই আগলে রেখেছিলেন। যেন মৃত্যুর পরেও তিনি পাহারা দিচ্ছেন তার আদরের সন্তানকে। এই একটি দৃশ্যই বলে দেয়, সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা কতটা গভীর, কতটা নিঃস্বার্থ হতে পারে। বাবা-মা কেবল জীবনের অংশ নয়—তারা পুরো জীবন।

সেলুট জানাই সেই সব মা-বাবাকে, যাদের ভালোবাসা আমাদের বেঁচে থাকার প্রেরণা।