০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কুপ্রস্তাব দেওয়ার অপবাদ দিয়ে এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠেছে  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারীর বিরুদ্ধে। রনি টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মৃত হায়দার আলি বেপারীর ছেলে। মারধরের ঘটনায় টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইসমাইল খান। স্থানীয়রা জানান, গত রবিবার (১১মে)  উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মো: নয়ন এর স্ত্রী ছামিয়া আক্তার প্রতিবেশি ইসমাইল খান(৭০) এর নিকট ৩ হাজার টাকা হাওলাদ চান। এরপর ইসমাইল খান ছামিয়া কে বলেন পূর্বের পাওনা টাকাইতো দিতে পারোনা আবার টাকা নিলে কেমনে দিবা। পরে ছামিয়া বলেন টাকা না দিতে পারলে দেহ আছেনা? এ কথা শোনার পর লজ্জ্বায় ঘটনাস্থল ত্যাগ করেন ইসমাইল খান। এরপর ইসমাইল খানের বিরুদ্ধে কু – প্রস্তাব এর মিথ্যা অপবাদ দিয়ে ছামিয়ার স্বামীর ফুফাতো ভাই জুবায়ের ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারী কে জানালে ওই এলাকায় গিয়ে বৃদ্ধ ইসমাইল খানকে মারধর করেন। এসময় বৃদ্ধ কে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিবেশি আলমগীর ও দিলা কেও মারধর করে তারা। মারধর করে বৃদ্ধকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া দিলে উপজেলা শ্রমিক দল নেতা রনি বেপারী ও জুবায়ের পালিয়ে যায়। পরে এলাকাবাসী বৃদ্ধ কে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে বৃদ্ধ ইসমাইল খান বলেন, আমার প্রতিবেশি নয়নের স্ত্রী প্রায় সময় আমাদের বাড়িতে এসে সবজি নিয়ে যেতো, অনেক সময় টাকা দিতো আবার অনেক সময় দিতোনা। গত রবিবার আমার কাছে ৩ হাজার টাকা হাওলাদ চাইলে আমি টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। পরে ধীপুরের ২জন লোক এসে আমার কাছে  ২লাখ টাকা চায়। আমি চাঁদা দিতে রাজি না হলে আমাকে অনেক মারধর করে। মারধরের পরে আমি ২বার হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। আমার উপর যে অত্যাচার করা হলো আমি এর বিচার চাই।এ বিষয়ে অভিযুক্ত রনি বেপারী বলেন, আমি বিচারক হিসেবে ঘটনাস্থলে গিয়ে ইসমাইল কে দুই চারটা চর থাপ্পড় দিয়ে মাফ চাইয়ে দেই।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মাদারীপুরে মুখোমুখি বাস-মাইক্রোবাস সংঘর্ষ,২ শিশুসহ আহত অন্তত ১০

টঙ্গীবাড়ীতে মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

পোস্ট হয়েছেঃ ০১:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কুপ্রস্তাব দেওয়ার অপবাদ দিয়ে এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠেছে  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারীর বিরুদ্ধে। রনি টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মৃত হায়দার আলি বেপারীর ছেলে। মারধরের ঘটনায় টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইসমাইল খান। স্থানীয়রা জানান, গত রবিবার (১১মে)  উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মো: নয়ন এর স্ত্রী ছামিয়া আক্তার প্রতিবেশি ইসমাইল খান(৭০) এর নিকট ৩ হাজার টাকা হাওলাদ চান। এরপর ইসমাইল খান ছামিয়া কে বলেন পূর্বের পাওনা টাকাইতো দিতে পারোনা আবার টাকা নিলে কেমনে দিবা। পরে ছামিয়া বলেন টাকা না দিতে পারলে দেহ আছেনা? এ কথা শোনার পর লজ্জ্বায় ঘটনাস্থল ত্যাগ করেন ইসমাইল খান। এরপর ইসমাইল খানের বিরুদ্ধে কু – প্রস্তাব এর মিথ্যা অপবাদ দিয়ে ছামিয়ার স্বামীর ফুফাতো ভাই জুবায়ের ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারী কে জানালে ওই এলাকায় গিয়ে বৃদ্ধ ইসমাইল খানকে মারধর করেন। এসময় বৃদ্ধ কে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিবেশি আলমগীর ও দিলা কেও মারধর করে তারা। মারধর করে বৃদ্ধকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া দিলে উপজেলা শ্রমিক দল নেতা রনি বেপারী ও জুবায়ের পালিয়ে যায়। পরে এলাকাবাসী বৃদ্ধ কে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে বৃদ্ধ ইসমাইল খান বলেন, আমার প্রতিবেশি নয়নের স্ত্রী প্রায় সময় আমাদের বাড়িতে এসে সবজি নিয়ে যেতো, অনেক সময় টাকা দিতো আবার অনেক সময় দিতোনা। গত রবিবার আমার কাছে ৩ হাজার টাকা হাওলাদ চাইলে আমি টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। পরে ধীপুরের ২জন লোক এসে আমার কাছে  ২লাখ টাকা চায়। আমি চাঁদা দিতে রাজি না হলে আমাকে অনেক মারধর করে। মারধরের পরে আমি ২বার হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। আমার উপর যে অত্যাচার করা হলো আমি এর বিচার চাই।এ বিষয়ে অভিযুক্ত রনি বেপারী বলেন, আমি বিচারক হিসেবে ঘটনাস্থলে গিয়ে ইসমাইল কে দুই চারটা চর থাপ্পড় দিয়ে মাফ চাইয়ে দেই।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে