
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক মতিঝিল বিভাগ কর্তৃক আজ ১৩ মে ২০২৫ খ্রি. ভাসমান অবৈধ দোকান এবং বৈধ কাগজপত্র বিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিশেষ অভিযানে গুলিস্তান মোড় হতে পার্টি অফিস, গোলাপ শাহ লিংক রোড রাস্তার উপরে ও ফুটপাতে স্থাপিত বিভিন্ন অস্থায়ী অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। অভিযানে অবৈধ মালপত্র জব্দসহ বৈধ কাগজপত্র বিহীন ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখ্য, রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারের কারণে উল্লেখিত জায়গাগুলোতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকাগুলোতে পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজটও অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।
এই অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম মহিদুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক মতিঝিল) মো. ওমর ফারুক, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মতিঝিল) মো. দেলোয়ার হোসেন সহ মতিঝিল ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।