
জামালপুর ইসলামিক টিভির আয়োজনে জামালপুর জেলা সর্বস্তরের ওয়ায়েজিন তথা ধর্মীয় আলোচকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(১২ মে) রবিবার বিজয় চত্বর মোড়ে অবস্থিত হোটেল রয়েল এর দ্বিতীয় তলায় বিকাল ৩ টায় ধর্মীয় আলোচকদের সংগঠন ওয়ায়েজিন পরিষদ বাংলাদেশ এর সম্মানিত সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম আইয়ুবীর সভাপতিত্বে,
ওয়ায়েজিন পরিষদ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি হামিদুল ইসলামের সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি গাজী সিদ্দিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি মুখলেসুর রহমানজমিরী, ওয়ায়েজিন পরিষদ বাংলাদেশ এর সহ-সভাপতি মুফতি নাজমুল ইসলামজামালপুরী, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মাওলানা কারিমুল ইসলাম , ইসলামপুর উপজেলা প্রতিনিধি মুফতি আল আমিন সাইফি, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সাকলাইন মোস্তাক, কোষাধক্ষ্য মুফতি ইয়াসিন আরাফাত আহমদী, মুফতি বেলাল হোসেন সাইফী, সরিষাবাড়ী প্রতিনিধি মুফতি ইমরান মাহমুদ, আরো উপস্থিত ছিলেন, মুফতি আবুল খায়ের মাহমুদী, মাওলানা আল আমিন গিয়াসী, মুফতি আব্দুর রহমান হক্কানী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মুফতি মোস্তফা কামাল সকল ধর্মীয় আলোচকদের ইসলাম, দেশ ,ও মানবতার কল্যাণে, বক্তব্য প্রধানের জন্য বিনীতভাবে অনুরোধ করেন।
ইসলামিক টিভির পরিচালক মোঃ আমির হামজা তার আমন্ত্রণে উপস্থিত হওয়ায় সকল ধর্মীয় আলোচকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়ায়েজিন পরিষদ বাংলাদেশ এর সম্মানিত সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম আইয়ুবী সকল ধর্মীয় আলোচকদের কোরআন ও হাদিসের আলোকে নিঃস্বার্থভাবে জাতির খেদমতে ইসলাম প্রচারের লক্ষ্যে আলোচনা করার আহ্বান জানিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।