
‘যুক্তি দিয়ে গড়ি মুক্ত বুদ্ধির পথ’
এই স্লোগানকে ধারণ করে কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের (কেএনজিসি ডিসি)-এর উদ্যোগে আগামী ১৬ ও ১৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।
এশিয়ান সংসদীয় বিতর্ক সেগমেন্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। কবি নজরুল সরকারি কলেজের ১৯টি বিভাগ থেকে মোট ২৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যেখান প্রতিটি দলে বিতর্ক করতে তিনজন করে সদস্য থাকবে।
কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত এ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা করছে লাইক টেলিকম এবং ক্রিয়েটিভ আইটি জোন। এছাড়াও, কলেজের গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সহযোগিতা করছেন।
এ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় গণমাধ্যম সহযোগিতায় রয়েছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস), অভিযাত্রা ডট কম এবং দ্য নিউজ এম্পায়ার।কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, প্রতি বছরের মতো এবারও কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব আয়োজন করতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। এবারের আয়োজনে আমরা ২৮টি দলকে যুক্ত করতে পেরেছি যা ক্লাবের ইতিহাসে একটি অনন্য ঘটনা কারণ এর আগে এতগুলো দল একসাথে কোনো আসরে অংশ নেয়নি। আমাদের লক্ষ্য ছিল, গত দুইটি আসরের চেয়ে এবারের আসরকে সবচেয়ে সফল ও স্মরণীয় করে তোলা এবং আমরা বিশ্বাস করি, এই লক্ষ্য অর্জনের পথে আমরা অনেকদূর এগিয়ে গেছি।
তিনি বলেন, আমাদের বিতর্ক ক্লাবের প্রশিক্ষকেরা প্রতি সপ্তাহে নতুন বিতার্কিকদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তবে এবারের আয়োজনটি কিছুটা ব্যতিক্রম। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য বিতার্কিক যারা জাতীয় পর্যায়ে বিচারক হিসেবে নন্দিত ও প্রশংসিত তাদেরই এবার আমন্ত্রণ জানিয়েছি বিচারকের আসনে।