
ময়মনসিংহ মহাসড়কে স্থানে স্থানে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। নাক-মুখ বন্ধ করেও চলা দায়! ভোগান্তি চরমে, অপসারণে নেই কোনো উদ্যোগ—চায় স্থায়ী সমাধান।যাদের এসি গাড়ি নাই, তাদের জন্য। বড়লোকরা এখানে আসলে ড্রাইভারকে বলে গ্লাসগুলো উঠিয়ে দে, কিন্তু সবার যে এসি গাড়ি নাই।দায়িত্বশীল কেউ একজন কি দেখবেন বিষয়টা-রঙ্গিলা, এম সি বাজার সুফিয়ার কাটার সামনের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক।