
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ঢাকা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ ৩০/০৬/২৫ খ্রি. তারিখে আশুলিয়া থানাধীন আশুলিয়া বাধাইল এলাকা হইতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে ৫’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো: মোক্তল হোসেন ওরফে মোতালেব। সে সিরাজগঞ্জ জেলার সলংগা থানার সিমলা প্রামানিক বাড়ির মৃত মজিবর রহমানের ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, মোতালেব দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করে লোকচক্ষুর আড়ালে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে ৫’শ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।