
আজ (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (এ-ইউনিট) কলা,আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যতিক্রমী উদ্যোগ গ্ৰহন করেছে ।
ভর্তি পরীক্ষার্থীদের বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মোট ৭ টি সহায়তা কেন্দ্র ও ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া দ্রুত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য ফ্রি বাইক রাইড সেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, আবাসন সেবা, অভিভাবকদের বসা এবং পত্রিকা পড়ার ব্যবস্থা করা হয়।
সরেজমিনে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আমরা বিভিন্নরকম সেবামূলক কাজ করছি।
তিনি আরো বলেন, আশা করি ৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতি হবে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য। অতীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে ঠিক তেমনিভাবে আগামীতেও একটি সত্যিকারের গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।