
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট একটি তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ এপ্রিল ২০২৫, শনিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সভাপতি দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষক সমিতি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ আনসার। বক্তারা বলেন, “মাঠে খেটে খাওয়া দিনমজুরদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে। আমরা শ্রমজীবী মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী উপেন্দ্রনাথ রায়, সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা; এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উলিপুর উপজেলা শাখা; মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
ঘোষিত কমিটির সদস্যরা হলেন—সভাপতি: দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক:বিশ্বজিৎ সিংহ বাপ্পা,সহ-সভাপতি: সুভাষ চন্দ্র বর্মন,সহ-সাধারণ সম্পাদক: সুনীল চন্দ সরকার,সদস্য সচিব: বাবু
মহিলা সদস্য: আলেয়া বেগম,এছাড়াও আরও কয়েকজন সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটি গঠনের মাধ্যমে দিনমজুর ও ক্ষেতমজুরদের অধিকার আদায়ের আন্দোলন নতুনভাবে সংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।