
বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) খানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় দ্বি- বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট -২ (সদর কচুয়া) সংসদীয় আসনে নির্বাচনী মনিটরিং টিম প্রধান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, সরদার অহিদুল ইসলাম পল্টু, মেহেবুবুল হক কিশোর, ফকির তারিকুল ইসলাম, আসাফউদ্দৌলা জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, এডভোকেট নুরুল ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তালুকদার শহিদুল ইসলাম স্বপন।
দ্বি- বার্ষিক সম্মেলনে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১২:০০ টায় শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে শেখ হাফিজুর রহমান চেয়ার প্রতীকে ২৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হরিণ প্রতীক নিয়ে ১৭৭ ভোট পেয়ে বাবুল ফকির। মোরগ প্রতীকে ২৩৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাওলাদার কবির হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তরফদার জাহিদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিকাইল শেখ। সম্মেলন উপলক্ষে এলাকায় স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।