০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ১০, ২০টি বাড়ি ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুর উপজেলার চরচাকদাহ গ্রামে বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও অপর বিএনপি নেতা শহিদুল ইসলাম এর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ১০’জন আহত হয়েছে। এদের মধ্যে ৫’ জনকে মারাত্বক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয় পক্ষের হামলায় উভয় গ্রুপের অন্ততঃ ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের ১নং চর-চাকদাহ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও একই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহিদুল ইসলামের সমর্থক ও সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রোজদার (৫০),সাজেদা (৩৫), হাসেম(৪৫) ও অলিয়ার(৩৫)সহ উভয় গ্রুপের ৫ জন মারাত্বক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় আব্দুস সত্তার, নায়েব মোল্যা, জুয়েল, করিম, ইবাদত, জয়নাল, স্বাধীন, জিল্লুর রহমান, রুবেল, আতিয়ার, ঝন্টু, আতিয়ার, সলাই, মানিক, সালাম, তালেব, ইব্রাহিসহ উভয় গ্রুপের ২০ ‘টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।
সংঘর্ষের সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ডিবির অভিযানে ২৪ ঘন্টায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার।

মাগুরার শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ১০, ২০টি বাড়ি ভাঙচুর-লুটপাট

পোস্ট হয়েছেঃ ০৭:২১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
মাগুরার শ্রীপুর উপজেলার চরচাকদাহ গ্রামে বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও অপর বিএনপি নেতা শহিদুল ইসলাম এর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ১০’জন আহত হয়েছে। এদের মধ্যে ৫’ জনকে মারাত্বক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয় পক্ষের হামলায় উভয় গ্রুপের অন্ততঃ ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের ১নং চর-চাকদাহ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও একই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহিদুল ইসলামের সমর্থক ও সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রোজদার (৫০),সাজেদা (৩৫), হাসেম(৪৫) ও অলিয়ার(৩৫)সহ উভয় গ্রুপের ৫ জন মারাত্বক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় আব্দুস সত্তার, নায়েব মোল্যা, জুয়েল, করিম, ইবাদত, জয়নাল, স্বাধীন, জিল্লুর রহমান, রুবেল, আতিয়ার, ঝন্টু, আতিয়ার, সলাই, মানিক, সালাম, তালেব, ইব্রাহিসহ উভয় গ্রুপের ২০ ‘টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।
সংঘর্ষের সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।