১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিবাড়ীয়া মাফির খালের স্লুইস গেট অকার্যকর, চাষবাদ নিয়ে আতঙ্কে পাচ গ্রামের কৃষক

  • আ: রহিম গাজী
  • পোস্ট হয়েছেঃ ১১:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • 191
 দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে অকার্যকর হয়ে পড়েছে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া  ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া মাফির খালের স্লূইজ গেট  । এতে বিভিন্ন স্থানে লবণাক্ততা পানি ওঠা ফসলি জমি নষ্ট হওয়া ধানসহ  ফসল চাষ নিয়ে আতঙ্কে পাচ গ্রামের কৃষক।
সরেজমিনে ঘুরে দেখা যায় যে,স্লুইস  গেট টি  অকার্যকর হওয়ায়   প্রায় তিন হাজার  একর ফসলি জমির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিগে লবণ পানি ওঠে ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা অন‍্য দিগে ফসলি জমিতে পাবে না  পরিমান মত মিষ্টি পানি  এ নিয়ে পাচ গ্রামের  কৃষকের মাঝে আতঙ্কের সৃষ্টি।
স্হানীয় কৃষক মো: জয়নাল আবেদীন ও জাবের আল মাহমুদ বলেন, দ্বীর্ঘ দিন ধরে এই স্লুইস গেট টি অকার্যকর কিন্তু মেরামত করার জন‍্য নেওয়া হয়নি  কোন উদ্যোগ,  এখন যদি এই স্লুইস গেট মেরামত না করা হয়  তাহলে কাটাখালী, মধুখালী,  টুঙ্গিবাড়িয়া, সামচাদ, মনিপাড়াসহ  পাচ টি গ্রামের কৃষকেরদের না খেয়ে থাকতে হবে কেননা লবণ পানি ওঠে কৃষি জমি নষ্ট হয়ে যাবে। হবে না কোন ফসল,  তাই স্লুইস  গেট টি মেরামতের জন‍্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছি।
এ বিষয় রাঙ্গাবালী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা  এস ও মো: ফরিদ উদ্দিন বলেন, এ বছর  আমাদের স্লুইস গেটের বাজেট শেষ হয়ে গেছে  এখন মেরামত করা সম্ভাব হবে না।  পরবর্তীতে বাজেট আসলে এটা মেরামত করে দেওয়া হবে। তবে স্হানীয় কৃষক গণ  তাদের নিজ খরচে  স্লুইস  গেট টি মেরামত  করে তাদের ফসলি জমি চাষাবাদ  করতে পারেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাঘাইছড়ি বাইতুশ শরফে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

টুঙ্গিবাড়ীয়া মাফির খালের স্লুইস গেট অকার্যকর, চাষবাদ নিয়ে আতঙ্কে পাচ গ্রামের কৃষক

পোস্ট হয়েছেঃ ১১:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
 দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে অকার্যকর হয়ে পড়েছে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া  ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া মাফির খালের স্লূইজ গেট  । এতে বিভিন্ন স্থানে লবণাক্ততা পানি ওঠা ফসলি জমি নষ্ট হওয়া ধানসহ  ফসল চাষ নিয়ে আতঙ্কে পাচ গ্রামের কৃষক।
সরেজমিনে ঘুরে দেখা যায় যে,স্লুইস  গেট টি  অকার্যকর হওয়ায়   প্রায় তিন হাজার  একর ফসলি জমির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিগে লবণ পানি ওঠে ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা অন‍্য দিগে ফসলি জমিতে পাবে না  পরিমান মত মিষ্টি পানি  এ নিয়ে পাচ গ্রামের  কৃষকের মাঝে আতঙ্কের সৃষ্টি।
স্হানীয় কৃষক মো: জয়নাল আবেদীন ও জাবের আল মাহমুদ বলেন, দ্বীর্ঘ দিন ধরে এই স্লুইস গেট টি অকার্যকর কিন্তু মেরামত করার জন‍্য নেওয়া হয়নি  কোন উদ্যোগ,  এখন যদি এই স্লুইস গেট মেরামত না করা হয়  তাহলে কাটাখালী, মধুখালী,  টুঙ্গিবাড়িয়া, সামচাদ, মনিপাড়াসহ  পাচ টি গ্রামের কৃষকেরদের না খেয়ে থাকতে হবে কেননা লবণ পানি ওঠে কৃষি জমি নষ্ট হয়ে যাবে। হবে না কোন ফসল,  তাই স্লুইস  গেট টি মেরামতের জন‍্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছি।
এ বিষয় রাঙ্গাবালী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা  এস ও মো: ফরিদ উদ্দিন বলেন, এ বছর  আমাদের স্লুইস গেটের বাজেট শেষ হয়ে গেছে  এখন মেরামত করা সম্ভাব হবে না।  পরবর্তীতে বাজেট আসলে এটা মেরামত করে দেওয়া হবে। তবে স্হানীয় কৃষক গণ  তাদের নিজ খরচে  স্লুইস  গেট টি মেরামত  করে তাদের ফসলি জমি চাষাবাদ  করতে পারেন।